Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুরুঙ্গামারী সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৩:৪৫

ভারত হতে অবৈধ পথে আসা অস্ত্র ও গোলাবারুদ আটক করেছে বিজিবি।

কুড়িগ্রাম: জেলার ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তে পাশ্ববর্তী দেশ ভারত হতে অবৈধ পথে আসা অস্ত্র ও গোলাবারুদ আটক করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)।

শনিবার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক।

এর আগে শুক্রবার (১৪ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলারের নিকটে এই অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাঙ্গা বিওপির ১৯ সদস্যের বিশেষ টহল দল গোপনে অবস্থান নেয়। এ সময় কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহল দল উক্ত ব্যক্তিদেরকে আটকের জন্য ধাওয়া করলে তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

টহল দল ওই স্থানে তল্লাশি চালিয়ে আট লাখ ২৬ হাজার দুইশত টাকা মূল্যের মালিকবিহীন অস্ত্র ও গুলি এবং মোটরসাইকেল উদ্ধার করে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতোমধ্যে, প্রতিটি বিওপির সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ