Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিগগিরই প্রাথমিকের শূন্য পদে নিয়োগ: গণশিক্ষা উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৩:৫৬ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৬:৩০

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

পটুয়াখালী: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (১৫ মার্চ) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষক এবং কর্মকর্তাদের মাথায় রাখতে হবে আমরা যা করছি সবকিছুই শিশুদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য।

উপদেষ্টা বলেন কীভাবে প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষকদের বদলির বিষয়টি একটি স্বচ্ছতার মধ্যে নিয়ে আশা যায় সে বিষয়ে সরকার কাজ করছে। এরইমধ্যে শিক্ষকদের বদলির বিষয়টি অনলাইনে নিয়ে আসা হয়েছে।

পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজানুল হক, পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশালের বিভাগীয় পরিচালক নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার বক্তব্য দেন।

দুই দিনের সরকারি সফরে শনিবার সকালে পটুয়াখালী গিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। পায়রা বন্দর ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে তার।

সারাবাংলা/ইআ

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর