Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৪:৪৭

বিজিবির জব্দ করা ভারতীয় গরু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দোয়ারাবাজার পেকপাড়া এবং বাঁশতলা বিওপি এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৮টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি টিম।

দোয়ারাবাজার উপজেলারব বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় শনিবার (১৫ মার্চ) রাত ৩টায় পশ্চিম পেকপাড়া ও মোকামছড়া থেকে ৬টি ভারতীয় গরু জব্দ করে, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা এবং বাংলাবাজার ইউনিয়নে রাত ১২টায় বাঁশতলা হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর থেকেব ২টি ভারতীয় গরু জব্দ করে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।

বিজ্ঞাপন

দুটি এলাকায় অভিযানে মোট ৮টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ১০ হাজার টাকা। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে

আটক গরু বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর