নরসিংদীতে ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন
১৫ মার্চ ২০২৫ ১৪:৫২
নরসিংদী প্রেস ক্লাবের সামনে ‘দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ’-এর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি: ভিডিও থেকে নেওয়া
নরসিংদী: নরসিংদীতে ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে ‘দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার গুণীজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম, সাবেক সভাপতি হাবিবুর রহমান, পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক আমিনুল আশ্রাফ, সোহেল রানা, মুশফিক রহমান মৃধা জামিসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের বিচার না হওয়ায় সারাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। যার কারণে শিশু থেকে নারী সকলেই ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ আইন সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার নিশ্চিত করতে হবে। দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আর কোনো ধর্ষণের প্রতিবাদ জানানোর জন্য যেন রাস্তায় নামতে না হয়। সরকারকে দ্রুত আইনের মাধ্যমে ধর্ষক ও নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের মা বোনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সারাবাংলা/এনজে