Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ অফিসের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৫:১৯ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৬:২৯

বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আ.লীগের অফিসের। ছবি: সারাবাংলা

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি বিদ্যুৎ অফিসের উপসহকারী প্রকৌশলী চঞ্চল আলী।

তিনি জানান, লাইনম্যানের দেওয়া চাকমা উপজেলা আওয়ামলীগ অফিসে বিদ্যুতের মিটার না পেয়ে বিষয়টি উর্ধ্বতন কর্মকতাদের জানালে তারা ঘটনাস্থল সরেজমিনে দেখতে যান। সেখানে দেখা যায়, আওয়ামী লীগের নেতারা নিজেরা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে তা ব্যাবহার করার পাশাপাশি একই লাইন থেকে আবার সামনের একটা দোকান ও পাশের আরও একটা দোকানে অবৈধ সংযোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন এই আওয়ামী লীগ অফিসে বিগত দীর্ঘ ১৭ বছর ধরে দুইটন পাওয়ারের একটি এসি, পাঁচটি সিলিং ফ্যান, পাঁচটি বাল্ব, একটি টিভি, একটি ওয়াটার হিটারসহ বৈদ্যুতিক অনেক কিছু ব্যবহার করা হয়েছে। এতে প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা সরকারের ক্ষতি হয়েছে।

ঘটনায় জড়িতদের বিরূদ্ধে মামলা দায়ের ও সরকারি টাকা আদায়ের জন্য মামলা করা হবে বলে ও জানান এই কর্মকর্তা।

সারাবাংলা/এমপি

আওয়ামী লীগ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর