Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর শীতলক্ষ্যায় গোসলে নেমে ২ বন্ধুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৫:৩৪

নরসিংদীর শীতলক্ষ্যা নদীতে চার বন্ধু মিলে গোসলে নামলে পানিতে ডুবে মৃত্যু হয় দুই বন্ধুর।

নরসিংদী: নরসিংদীতে বন্ধুদের নিয়ে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মিহাদ ইসলাম (১৮) ও আসাদুজ্জামান আসাদ (১৭) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা চরকা টেক্সটাইল ফ্যাক্টুরির পাশে শীতলক্ষ্যা নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহত মিহাদ ইসলাম মিরপুর পলাশ নগর এলাকার শাহজাহান বেপারির ছেলে এবং তার বন্ধু নিহত আসাদ সিরাজগঞ্জের কামরুল ইসলামের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকেলে চার বন্ধু মিলে ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টুরির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। গোসলের এক পর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়।

অভিযানের এক ঘন্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ আসাদের সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস।

পরে শনিবার (১৫ মার্চ) সকালে পুনরায় উদ্ধার অভিযান চালিয়ে আসাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী জানান, সাঁতার না জানা ওই দুই কিশোর গোসলের এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে যাওয়ায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসডব্লিউ

পানিতে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর