Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘের মহাসচিবকে আমরা টাইমফ্রেম দিতে যাব কেন— মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৫:৫৬ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২১:০৩

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: নির্বাচনের ব্যাপারে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বিএনপির পক্ষ থেকে কোনো টাইমফ্রেম দেওয়া হয়নি জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওখানে (জাতিসংঘ ঢাকা অফিস আয়োজিত গোলটেবিল বৈঠক) টাইম ফ্রেমের কথা বলার কোনো প্রয়োজন নেই। কারণ, এগুলো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার।

তিনি বলেন, ‘সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে সব আমরা দিয়ে দিচ্ছি। ইতোমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠকও হয়েছে। সুতরাং সে বিষয়গুলো নিয়ে এখানে (জাতিসংঘ ঢাকা অফিস আয়োজিত গোলটেবিল বৈঠক) কথা বলার তো প্রয়োজন নেই। আর জাতিসংঘের মহাসচিবকে আমরা টাইমফ্রেম দিতে যাব কেন?’

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ ঢাকা অফিস আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘জাতিসংঘ ঢাকা অফিস একটা গোলটেবিল বৈঠক আহ্বান করেছিল। এখানে রাজনৈতিক দলগুলো এসেছিল। মূলত, সংস্কারের ব্যাপারে যে কমিশনগুলো করা হয়েছে, সে ব্যাপারে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। আমরা আমাদের বক্তব্যে বলেছি, সংস্কার অবশ্যই করতে হবে, সংস্কারের কথা তো আমরা আগেই বলেছি। কিন্তু, সেই সংস্কারটা যত দ্রুত করা যায়।’’

‘‘আমরা যেটা বলেছি, সেটা মুলত নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে, সেগুলো করে ফেলা এবং দ্রুত ইলেকশন করা। একটা পার্লামেন্ট গঠনের পর বাকি সংস্কারগুলো করতে হবে। কারণ, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সেই বিষয়গুলো আমরা বলে এসছি — বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

জাতিসংঘর মহাসচিব এ ব্যাপারে কোনো মতামত দিয়েছেন — এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘‘উনি এ ব্যাপারে কোনো কমেন্ট করেন নি।

উল্লেখ্য, জাতসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর উপলক্ষে শনিবার (১৫ মার্চ) দুপুরে জাতিসংঘ ঢাকা অফিস হোটেল ইন্টার কন্টিনেন্টালে গোলটেবিল বৈঠক আয়োজন করে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। এই আমন্ত্রণে সাড়া দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৈঠকে অংশ নেন।

সারাবাংলা/এজেড/ইআ

জাতিসংঘের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর