Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

গোবিপ্রবি করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৬:১১ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৬:২০

সভাপতি শুভ, সম্পাদক বিদ্যুৎ

গোবিপ্রবি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দুর্জয় শুভ। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম বিদ্যুৎ।

গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টায় ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে আংশিক কমিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৫ ফেব্রুয়ারি দিনব্যাপী নির্বাচনে ২৪৫ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে দুর্জয় শুভ সর্বোচ্চ ৮০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম বিদ্যুৎ ১১৮ ভোট পেয়ে জয়ী হন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ফারুক খন্দকার।

৫৪ সদস্য বিশিষ্ট কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতিসহ ১৯ জন সহ-সভাপতি, একজন সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক, ২৫ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন দফতর সম্পাদক ও একজন সহ-দফতর সম্পাদক এবং একজন প্রচার সম্পাদক ও একজন সহ-প্রচার সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাহমুদুল হাসান রাকিব, সহ-সভাপতি হিসেবে মো. আব্দুর রাজ্জাক, জহিরুল ইসলাম, তামজিদ হোসেন, মোছা. শাম্মী আক্তার, রিনেট আলী, তানভীর আহমেদ, রাসেল রায়হান, রুবেল মন্ডল, জেম ইয়াসিন অরিন, শাহীন আলম, শেখ মেহেদি হাসান সাকিব, খলিল আহম্মেদ, সোহাগ মধু, রাজিব আহম্মেদ, সবুজ হোসেন, আলাউল হক, শফিকুল আলম ও আনোয়ার হোসেন রহিম উল্লাহ বাদশা স্থান পেয়েছেন।

বিজ্ঞাপন

সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক হয়েছেন শাহরিয়ার গালিব, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. শফিকুল ইসলাম, ইনজামাম রাশু, মো. শফিকুল ইসলাম, জাকারিয়া মাহামুদ শিপলু, নুর জামাল, শান্ত চৌধুরী, মো. তৌফিক রহমান আকাশ, মো. শাহাজান ইসলাম, মো. সাইদুল্লাহ, মোহাইমিনুর রহমান প্রিন্স ও রাকিব হোসাইন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন মো. ফারুক খন্দকার। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাকিম হোসাইন, দফতর সম্পাদক তকী ইয়াসির (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা), সহ-দফতর সম্পাদক হিসেবে নাহিদ রাব্বি, প্রচার সম্পাদক হিসেবে নাহিদুর রহমান সাকিব (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে শাফিউল ইসলাম শামিম নাম ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি দুর্জয় শুভ তার অনুভূতি প্রকাশ করে বলেন, সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষার্থীদের অধিকার ও চাওয়া-পাওয়াগুলো নিয়ে কাজ করতে চাই। সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আপনাদের ভাই হয়ে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই। সর্বোপরি, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে জাতির সেবক হিসেবে নিজেকে অগ্রভাগে দাঁড় করাব এই ব্রত নিয়ে আমি আমার যাত্রা শুরু করলাম।

সারাবাংলা/এইচআই

গোপালগঞ্জ গোবিপ্রবি ছাত্রদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর