Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, অস্ত্র-গুলিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৬:২৪ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৬:৪৭

অস্ত্র-গুলিসহ আটক সিরাজ মোল্যা ও আজিজার

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় দুপক্ষের সংঘর্ষে আহত হাসিম মোল্যা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় অস্ত্র ও গুলিসহ সিরাজ মোল্যা (৪৪) ও আজিজার (৫৫) নামে দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার (১৫ মার্চ) দুপুরে হাসিম মোল্যা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শনিবার সকালে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে হামলায় হাসিম মোল্যা আহত হন।

নিহত হাসিম মোল্যা উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের বাসিন্দা।

অস্ত্র ও গুলিসহ আটক সিরাজ মোল্যা সিলিমপুর গ্রামের মৃত আহমেদ মোল্যার ছেলে ও আজিজার একই গ্রামের মকবুল শেখের ছেলে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সিলিমপুর গ্রামের ঠান্ডু মোল্যার লোকজন প্রতিপক্ষ জনি মোল্যাসহ তার লোকজনের ওপর হামলা করে। এ ঘটনায় ঠেকাতে গিয়ে দু’জন পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হন। এ ঘটনায় জনি মোল্যা গ্রুপের হাসিম মোল্যা নামে এক ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে সকালে হামলার শিকার হয়ে জনি গ্রুপের লোকজন পালটা হামলার প্রস্তুতি নেওয়ার সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে জনি গ্রুপের দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান সুটার গান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

অস্ত্র-গুলিসহ আটক কালিয়া উপজেলা নড়াইল সংঘর্ষে যুবক নিহত সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর