নোয়াখালীতে যুবলীগ নেতা গ্রেফতার
১৫ মার্চ ২০২৫ ১৬:২৫
নোয়াখালী: নোয়াখালী হাতিয়া উপজেলায় একাধিক মামলার আসামি ফকিরা আহমেদ নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার (১৫ মার্চ) দুপুরে হাতিয়া থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার (১৪ মার্চ) রাতে উপজেলার নলচিরা ইউনিয়নের দোপাদার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফকিরা আহমেদ একই গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। তিনি নলচিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফকিরাকে দোপাদার গ্রামের নদীর তীর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় এসে প্রকাশ্যে চলাফেরা করছেন। তার বিরুদ্ধে হাতিয়া থানায় সন্ত্রাসী, লুঠপাঠ ও অস্ত্র আইনের বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ বলেন, হাতিয়া থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। হাতিয়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে কোস্টগার্ড।
সারাবাংলা/এইচআই