Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে যান, সেখানেই হবে মূল সংস্কার— নাহিদকে ফারুক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৬:৪১ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৭:১৩

‘স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণে জাতীয় নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক

ঢাকা: বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, গণপরিষদ, উপজেলা— এসব বাদ দেন। জনপ্রিয়তা যাচাই করার জন্য গ্রামে-গঞ্জে যান এবং নির্বাচনের তারিখ ঘোষিত হলে প্রার্থী দেন। সংসদে যান, সেখানেই হবে মূল সংস্কার।

শনিবার (১৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

‘স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণে জাতীয় নির্বাচন’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নামের একটি সংগঠন।

এনসিপি’র নেতাদের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আপনারা তো আমার দলের নেতা তারেক রহমানের মতোই সংগ্রামের নেতা। এই নোবেল বিজয়ীকে সরকারে বসিয়ে দিয়ে যখন একটি নির্বাচনের প্রতিক্ষা করছিলেন, তখনই মইনুদ্দিন-ফখরুদ্দিনের মতো আরেকটা ষড়যন্ত্র মনে হয় শুরু হওয়ার পথে।’

তিনি বলেন, ‘এই আন্দোলনকে হাজার হাজার মানুষ সহায়তা করেছে শুধুমাত্র একটি কারণে। সেটি হল নির্বাচন। শেখ হাসিনা যে নির্বাচন শব্দটি বাংলাদেশ থেকে মুছে দিয়েছে, সেই নির্বাচনের জন্য জীবন দিয়েছে খোকন-মুগ্ধরা। এখন নির্বাচন নিয়ে আপনারা নতুন দল করে আবার বলেন গণপরিষদ।’

ফারুক বলেন, ‘‘গণপরিষদ, উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ — এই কথাগুলো আসছে কেন? আমার সন্দেহ হচ্ছে, ড. মুহাম্মদ ইউনূস বলেছেন- আমরা নাকি ওনার পাশে বসলে ওনার বুকের সাহস অনেক বেড়ে যায়। আবার আমরা যখন ওনার কাছ থেকে চলে আসি, তখন নাকি উনি সাহস হারিয়ে ফেলেন। এ কথাগুলো সম্পর্কে জনগণ বলছে- মোটা দাগে আরেকটা ষড়যন্ত্র প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে। এই ষড়যন্ত্র পাকাপোক্ত করে দেশে সাঈদ-মুগ্ধের রক্তে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করার পরিকল্পনা চলছে।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমার নেতা তারেক রহমানের আশা এবং দেশের ৮০ শতাংশ লোক চায় নিজের ভোট নিজে দেবে। ৯১ এর মতো একটা ভোট করব। আমরা রাজনৈতিক দলগুলো হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে ১৬ বছরের মধ্যে ৯ বছর যারা জেল খেটেছি, গুলি খেয়ে হাসপাতালে ছিল, গুম-খুন হয়েছে, তাদের ইচ্ছা এই নোবেল বিজয়ীর হাতে একটি সুষ্ঠু নির্বাচন হবে।’

ফারুক বলেন, ‘৫ আগস্টের আগে যেসব ব্যবসায়ী শেখ হাসিনার গুণগান গেয়েছে, তারা এখন কোথায়? শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে হবে না, সমস্যার সমাধান হবে একমাত্র জনপ্রতিনিধি সরকারের মাধ্যমে। সমস্যার সমাধান হবে দিনের ভোট দিনে হলে। যারা হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে বিজয় এনে দিয়েছে, তাদের রক্তের শপথ করে বলতে চাই, বিলম্ব না করে নির্বাচন দিন। বিলম্ব করলে আপনার থেকে এই সমর্থন মানুষ প্রত্যাহার করে নেবে।’

সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, হিন্দু মহাজোটের সহ-সভাপতি তরুণ কুমার ঘোষ, অ্যাডভোকেট আবু সুফিয়ান, এসএম জহিরুল ইসলাম, সামির হোসেন সোহাগ ও রেজাউল করিম ভূঁইয়া প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

জয়নুল আবদীন ফারুক টপ নিউজ নাহিদ ইসলাম বাংলাদেশ নাগরিক পার্টি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর