Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী কারাগারে চিকিৎসাধীন অবস্থায় বন্দীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৬:৪২

নীলফামারী: নীলফামারী জেলা কারাগারে বন্দী শুকুর আলী (৫১) নামে এক ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী কারাগারের সুপার রফিকুল ইসলাম।

শুকুর আলী নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি বড়গাছা কেরাণীপাড়া এলাকার মৃত জুনায়েত আলীর ছেলে।

জেলা কারাগার সূত্রে জানা যায়, ১৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠায়। শুকুর আলী তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় ২০১৮ সাল থেকে কারাগারে রয়েছেন।

জেল সুপার আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শুকুর আলী। ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এমপি

কারাগার বন্দী মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর