চট্টগ্রামে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী আটক
১৫ মার্চ ২০২৫ ১৬:৫৩ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৭:৪২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অভিযানে চান্দগাঁও থানায় দুই জন, কর্ণফুলী থানায় এক জন, ডবলমুরিং থানায় চার জন, আকবর শাহ থানায় চার জন, হালিশহর থানায় দুই জন, পতেঙ্গা থানায় এক জন, বাকলিয়া থানায় ছয় জন, পাহাড়তলী থানায় এক জন, চকবাজার থানায় এক জন, ইপিজেড থানায় দুই জন, বন্দর থানায় এক জন, কোতোয়ালী থানায় দুই জন, হালিশহর থানায় দুই জন, পাঁচলাইশ থানায় এক জন, বায়েজিদ বোস্তামি থানায় এক জন এবং খুলশী থানায় এক জন গ্রেফতার হয়েছে।
এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা আছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সারাবাংলা/আরডি/ইআ