Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেঁতুলিয়ায় বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৯:০৫

বিলুপ্ত প্রজাতির শকুন

পঞ্চগড়: দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অসুস্থ অবস্থায় বিলুপ্ত প্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে বনবিভাগ।

শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা বাজার এলাকায় শকুনটি দেখতে পায় স্থানীয়রা।

এ সময় স্থানীয়রা শকুনটি রশি দিয়ে বেধে রেখে তেঁতুলিয়া বনবিভাগকে খবর দেয়। পরে বাংলাবান্ধা বাজারে গিয়ে শকুনটি উদ্ধার করে বনবিভাগের সদস্যরা।

স্থানীয়রা জানান, শকুনটি বাংলাবান্ধা বাজারের একটি বড় গাছে বসে ছিল। পরে অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা সেটি আটক করে। পরে বন বিভাগ শকুনটি দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া বনবিভাগের ইকোপার্কে নিয়ে যায়। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে ইকোপার্কে শকুনটি রয়েছে।

তেঁতুলিয়া উপজেলা বিট কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, বিলুপ্ত প্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। সেটি দুর্বল থাকার কারণে তাৎক্ষনিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। বর্তমানে কিছুটা সুস্থ হয়েছে। ঊদ্ধর্তন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু জানান, শকুনটি সুস্থ্য করার চেষ্টা চলছে। সুস্থ্য হলে পরবর্তীতে বন্যপ্রাণী দফতরের সঙ্গে আলোচনা করে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই

পঞ্চগড় বনবিভাগ বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার শকুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর