‘বিদেশে থেকেও শেখ হাসিনা ষড়যন্ত্র করে যাচ্ছেন’
১৫ মার্চ ২০২৫ ২০:২৯ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২২:৫৭
নরসিংদী: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা এবং তাদের দোসররা পার্শ্ববর্তী দেশের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে বাংলাদেশকে একটি তাঁবেদারি রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিলো। অনেক ধরনের অবৈধ ও অসম চুক্তি করেছে যা দেশের স্বার্থ বিরোধী। এখন ফ্যাসিস্ট হাসিনা তাদের দেশেই আছে। সেখানে থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই আমাদের সবসময় সজাগ থাকতে হবে।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বেলাব উপজেলার সরকারি পাইলট মর্ডান মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলাব ইউনিয়ন বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিলগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। দেশে প্রয়োজনীয় সংস্কার দরকার আছে তবে তা যেনো যৌক্তিক সময়ে হয়। বর্তমান সরকারের খেয়াল রাখতে হবে স্বৈরাচারীরা পুনরায় যেনো জেঁকে বসতে না পারে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সামাজিক মুক্তি, সাম্য, মানবিক মর্যাদা, অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যা শুধু মাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারের দ্বারাই সম্ভব। আর সেই সরকার এ দেশের মানুষের আশা, আকাঙ্খা এবং ভাগ্য নিয়ে কাজ করবে। তাই গুরুত্বপূর্ণ সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে এই সরকারের।‘
আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, ‘গত ১৭ বছর বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ছিলো না। গণতন্ত্র, আইনি শাসন বলতে কিছুই ছিলো না। এ সময় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা গনতন্ত্র, মানুষের ভোটের অধিকার ও কথা বলার অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রম করে গেছেন।’
এ সময় উপস্থিত ছিলেন- সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এসএম শৈবাল হোসেন , স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রান্ত, নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার জাকির হোসেন, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শাজাহান প্রমুখ।
সারাবাংলা/এসআর
আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বিএনপি শেখ হাসিনা ষড়যন্ত্র সারাবাংলা