ছবির গল্প
ঝরা পাতার কাব্যে নতুনের আবাহন
সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ০৮:১৫ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১০:২৮
১৬ মার্চ ২০২৫ ০৮:১৫ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১০:২৮
বসন্ত মানেই জীর্ণতা ছাড়িয়ে নবপ্রাণের আবাহন। এই ঋতুতে প্রকৃতির অমোঘ নিয়মে বসন্তের দখিনা বাতাসে গাছের জীর্ণ-শুষ্ক পাতা ঝরে পড়ে। চরাচরে কান পাতলে ভেসে আসে ঝরা পাতার মর্মর ধ্বনি। মানুষের মনের বিষণ্নতাও এই বসন্তে কিছুটা হলে দূর হয়। নবরঙে নিজেকে সাজানোর অপেক্ষায় থাকে মানুষ। সেই অপেক্ষা কিন্তু বৈশাখের জন্য। আর ওদিকে সেই ঝরা কাণ্ড দখল করে নতুন পাতা। যদিও প্রসূনের সেই সৌন্দর্য পূর্ণতা পায় বৈশাখে। সম্প্রতি প্রকৃতি ও মানুষের এইসব জীর্ণতা ও রঙের গল্প ফ্রেমের ক্যানভাসে তুলে এনেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/পিটিএম