Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ০৮:৫০

সড়ক দুর্ঘটনায় নিহত শামসুল আলম (৪৫)।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাজান ভেলাপুকুর মসসিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম (৪৫) জেলার রাণীশংকৈল উপজেলার পৌরশহরের শিবদিঘি এলাকার মৃত. আব্দুল হামিদের ছেলে। তিনি ভূমি জরিপকারী (আমিন) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও শহর থেকে সিএনজিতে (পাগলু) করে রাণীশংকৈলে আসার পথে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাজান ভেলাপুকুর মসসিজ সংলগ্ন এলাকায় এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্হানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামসুল আলমকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এমপি

মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর