লা লিগা
এমবাপে জাদুতে শীর্ষে ফিরল রিয়াল
১৬ মার্চ ২০২৫ ০৯:২১ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১০:২৮
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের টাইব্রেকার নাটকের পর প্রথমবার মাঠে নেমেছিলেন তারা। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে পিছিয়ে পড়েও কিলিয়ান এমবাপের জোড়া গোলে রক্ষা পেয়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষে ফিরল রিয়াল।
নিজেদের মাঠে শুরু থেকেই রিয়ালকে চাপে রেখেছিল ভিয়ারিয়াল। এর ফলটাও আসে দ্রুতই। ৭ মিনিটের মাথা রিয়ালকে চমকে দিয়ে লিড নেয় ভিয়ারিয়াল। বায়েনার বাড়ানো বল ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে আসে হুয়ান ফয়েথের পায়ে। বক্সের ভেতর বল পেয়ে গোল করতে ভুল করেননি ফয়েথ।
পিছিয়ে পড়া রিয়াল নিজেদের গুছিয়ে নিয়েছে এর পরপরই। ১০ মিনিট পরেই ম্যাচে সমতা ফেরায় রিয়াল। ব্রাহিম দিয়াজের দারুণ এক চিপ ভিয়ারিয়াল কিপার ঠেকিয়ে দিলেও ফিরে আসা বলে গোল করে উল্লাসে মাতেন এমবাপে। ২৩ মিনিটের মাথায় আবার এমবাপে জাদু। লুকাস ভাসকেজের অ্যাসিস্টে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পান এমবাপে। ২-১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার বেশ কয়েকটি দারুণ সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেনি ভিয়ারিয়াল। গোলের সুযোগ নষ্ট করেছে রিয়ালও। ম্যাচের অন্তিম মুহূর্তে সমতায় ফেরার সেরা সুযোগ পেয়েছিল ভিয়ারিয়াল। বায়েনার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ২-১ গোলের দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে ফিরল রিয়াল। ২ ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
সারাবাংলা/এফএম