Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোর্ডের নিষেধাজ্ঞায় নারাজ, সফরে পরিবারকে পাশে চান কোহলি

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৫ ১০:২১ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১০:৩৫

স্ত্রী আনুশকার সঙ্গে কোহলি

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পরেই তাদের উপর নেমে এসেছে নামা কঠোর নিয়ম। সফরে পরিবার ও সঙ্গীকে সঙ্গে রাখতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা, বোর্ড এমন নিয়ম চালু করেছে এই বছরের শুরু থেকেই। তবে বিরাট কোহলি বলছেন, মাঠে ভালো পারফর্ম করতে গ্যালারিতে পরিবারকে পাশে চান তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে পরাজয়ের পর বিসিসিআই নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করে রোহিত-কোহলিদের ওপর। তার মধ্যে অন্যতম হচ্ছে বিদেশ সফরে পরিবারকে সঙ্গে নিতে পারবেন না ক্রিকেটাররা। সফর ১৪ দিনের বেশি হলে নিজ খরচে পরিবারকে সঙ্গে নেওয়ার অনুমতি থাকবে।

বিজ্ঞাপন

আইপিএল শুরুর আগে এক সাক্ষাৎকারে কোহলি বলছেন, যেকোনো সফরে পরিবারকে পাশে চান তিনি, ‘পরিবারকে গ্যালারিতে পেলে আমরা কতোটা ভালো অনুভব করি সেটা মানুষকে বুঝানো কষ্টকর। মানুষ আসলে এই ব্যাপারটা একেবারেই বুঝতে চায় না। সফরে পরিবারকে পাশে না পেলে আমি অনেকটাই হতাশ। আমরা মাঠে যে কঠিন সময় পার করি, গ্যালারিতে পরিবার থাকলে অনেক সাপোর্ট পাওয়ার আশা থাকে।’

সফরে পরিবারকে পাশে চাইলেও সেটার একটা নির্দিষ্ট সীমারেখা থাকা উচিত বলেও স্বীকার করলেন কোহলি, ‘আপনি যেকোনো ক্রিকেটারকে জিজ্ঞাসা করলেই সে বলবে, পরিবারকে পাশে চায়। কিন্তু তার মানে এই না যে আমার রুমে গিয়ে সবসময় তারা আড্ডা দেবে। আমরা মাঠে নিজেদের দায়িত্বটা ঠিকভাবে পালন করে এরপর পরিবারকে সময় দিতে চাই।’

ভারতীয় ক্রিকেট বোর্ড কি কোহলির এই আবদার মেনে নিয়ে পরিবারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেবে?

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ পরিবার বিরাট কোহলি ভারত সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর