Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটপাত থেকে ভিক্ষুককে তুলে নিয়ে ‘ধর্ষণ’, গ্রেফতার ১

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১০:৫৩ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৩:৫০

ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে সিএনজিচালিত অটোরিকশা চালক গ্রেফতার।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাস্তায়-ফুটপাতে ভাসমানভাবে থাকা ওই নারীকে অটোরিকশায় তুলে নিয়ে গিয়ে এরপর ধর্ষণ করেছিল চালক।

শনিবার (১৫ মার্চ) রাতে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ওই চালককে গ্রেফতার করা হয়েছে বলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গ্রেফতার চালক মো. আব্দুল আলী’র (৫৫) বাড়ি ভোলা জেলায়। চট্টগ্রাম নগরীতে অটোরিকশা চালান। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকে নুরু কোম্পানীর গ্যারেজের পাশে ভাড়া বাসায় থাকেন।

আর ঘটনার শিকার ২৬ বছর বয়সী নারী চান্দগাঁও আবাসিক এলাকায় ভিক্ষাবৃত্তি করেন এবং সেখানেই ফুটপাতে ভাসমানভাবে থাকেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ সারাবাংলাকে বলেন, ‘ভিক্ষুক নারী একটু সরল প্রকৃতির, তবে বুদ্ধি প্রতিবন্ধী নন। তাকে গত ১১ মার্চ রাতে শহরে ঘোরানোর কথা বলে অটোরিকশায় তুলে পরে ওই নুরু কোম্পানির গ্যারেজে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে চালক আব্দুল আলী।’

‘প্রথমে ওই নারী ঘটনা কাউকে বলেনি। গত (শনিবার) রাতে থানায় এসে বিষয়টি জানায়। মৌখিক অভিযোগ পেয়েই তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই গ্যারেজ থেকেই আমরা অভিযুক্তকে আটক করি।’

ওসি জানান, আক্রান্ত নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে অটোরিকশা চালককে আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/আরডি/এমপি

অটোরিকশাচালক গ্রেফতার ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর