Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলা, তিতুমীরে বিক্ষোভ

তিতুমীর কলেজ প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫ ১১:২০

সরকারি তিতুমীর কলেজস্থ নাটোর জেলা ছাত্র কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সানির ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির কলেজ শাখার নেতাকর্মীরা।

শনিবার (১৫ মার্চ) বিকেল ৩টার দিকে কলেজের গণিত বিভাগের সামনে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাজা মাইনুদ্দিনের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারীরা হাতুড়ি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে জাহাঙ্গীর সানিকে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার ছয়টি সেলাই লাগে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী তানজিদ মাহমুদ বলেন, আমি গণিত বিভাগের সামনে গেলে সানি ভাই আমাকে ডাকেন। কিছুক্ষণ পর আকিব ও খাজা এসে আমাদের কাছে জানতে চান, ইফতার মাহফিলের অনুমতি কার কাছ থেকে নেওয়া হয়েছে? এরপর তারা ব্যানার খুলতে গেলে সানি ভাই বাঁধা দিলে খাজা ভাই তাকে হাতুড়ি দিয়ে আঘাত করেন।

এ ঘটনার প্রতিবাদে মাগরিবের নামাজের পর কলেজের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাজা মাইনুদ্দিন। তিনি বলেন, আমরা নাটোর জেলা ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজন করেছিলাম। কিন্তু জাহাঙ্গীর সানির নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অন্য একটি ইফতার মাহফিল আয়োজন করে। আমরা তাদের বাঁধা দিলে, ব্যানার খুলতে গেলে সানি আমার ওপর হামলা করে। সেখানে আমার ছোট ভাই আকিবও উপস্থিত ছিল।

তবে আকিব জানান, তিনি হামলার সময় উপস্থিত ছিলেন না। এদিকে, তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন বিষয়টি নিয়ে বলেন, এটি তাদের জেলা ছাত্রকল্যাণ পরিষদের বিষয়। এতে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। সংগঠন সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমআর/এসএইচএস