Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে মুখোমুখি শচীন-লারা

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৫ ১২:০২

মাস্টার্স লিগের ফাইনালে মুখোমুখি শচীন-লারা

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার সময় বহুবার একে অন্যের মুখোমুখি হয়েছেন। শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা দুজনেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন এক যুগেরও বেশি সময় হলো। ক্রিকেটের দুই কিংবদন্তি আজ রাতে আবার মুখোমুখি হচ্ছেন। ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের ফাইনালে আজ মাঠে নামবে শচীনের ভারত ও লারার ওয়েস্ট ইন্ডিজ।

পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ফর্মে আছে শচীন ও লারার দল। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সেমিতেও দাপটের সঙ্গে খেলেছে দুই দল। সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। অন্য সেমিতে শ্রীলংকাকে হারিয়ে ভারতের সঙ্গী হয় ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দেখা হয়েছিল ভারতের। সেই ম্যাচে লারা খেললেও ছিলেন না শচীন। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছিল ভারত।

এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৫৬ রান করেছেন শচীন, হাফ সেঞ্চুরি পেয়েছেন একটি। ৪ ম্যাচে লারা করেছেন ১০৭ রান, সর্বোচ্চ ইনিংস ৪২ রানের।

ভারতের রায়পুরে আজ রাত ৮টায় মুখোমুখি হবে শচীন ও লারার দল।

সারাবাংলা/এফএম

ব্রায়ান লারা শচীন টেন্ডুলকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর