Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়েমেনে হুথিদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৫ ১১:৫৯

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর সিদ্ধান্তমূলক ও শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, হুথিদের দ্বারা লোহিত সাগরে জাহাজে হামলার প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ইরানের অর্থায়নে হুথি সন্ত্রাসীরা আমাদের বিমান ও যুদ্ধজাহাজের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আমাদের সৈন্য ও মিত্রদের লক্ষ্যবস্তু বানিয়েছে। তাদের জলদস্যুতা, সহিংসতা এবং সন্ত্রাস আমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করেছে এবং বহু মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছে।’

বিজ্ঞাপন

হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে।

হুথিরা জানিয়েছে, তারা ইসরায়েল-হামাস যুদ্ধের প্রতিক্রিয়ায় লোহিত সাগরে জাহাজে হামলা শুরু করেছিল এবং তারা যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেবে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানী সানাসহ উত্তরের সা’দা প্রদেশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সা’দা প্রদেশ সৌদি আরব সীমান্তবর্তী হুথিদের প্রধান ঘাঁটি।

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় হুথিরা বলেছে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকায় নিষ্ঠুর আগ্রাসন চালিয়েছে। যদিও যুক্তরাজ্য শনিবারের (১৫ মার্চ) হামলায় সরাসরি অংশ নেয়নি, তবে তারা যুক্তরাষ্ট্রকে রিফুয়েলিং সহায়তা দিয়েছে।

ট্রাম্প বলেন, ‘এই হামলা সহ্য করা হবে না। আমরা আমাদের উদ্দেশ্য অর্জন না করা পর্যন্ত ব্যাপক এবং প্রাণঘাতী শক্তি প্রয়োগ করব।’

বিজ্ঞাপন

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ইরানের পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলার কোনো অধিকার নেই।’ তিনি এক্স (সাবেক টুইটার) এ লেখেন, ‘ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসে সমর্থন বন্ধ করো। ইয়েমেনিদের হত্যা বন্ধ করো।’

হুথিরা জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর চাপের কাছে নতি স্বীকার করবে না।

হুথিদের টার্গেট করা হামলার কারণে বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং কোম্পানিগুলো লোহিত সাগর হয়ে চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে। ফলে তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে বাধ্য হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের তথ্যানুসারে, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত হুথিরা লোহিত সাগরে ১৯০টি হামলা চালিয়েছে।

সারাবাংলা/এনজে

ইয়েমেন যুক্তরাষ্ট্র হামলা হুথি বিদ্রোহী

বিজ্ঞাপন

মজাদার সোনালি মিষ্টি
১৬ মার্চ ২০২৫ ১৮:৪৭

আরো

সম্পর্কিত খবর