Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেন আবরার ফাহাদের বাবা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৩:৪৩ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৭:১২

আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ

ঢাকা: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে তার বাবা বরকত উল্লাহ বলেন, হাইকোর্টের রায়ে সন্তুষ্ট। এভাবে যেন কোনো বাবাকে আর কোনো সন্তানকে হারাতে না হয়। তবে দ্রুত রায় কার্যকর দেখতে চাই।

রোববার (১৬ মার্চ) রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

বরকত উল্লাহ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে। অপ রাজনীতি নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয়। শিক্ষার্থীরা যেন প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরে পায়।

এদিন দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এছাড়া, ৫ জনের যাবজ্জীবন বহাল রাখা হয়েছে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমী,সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন।

আসামিপক্ষে আইনজীবী মাসুদ হাসান চৌধুরী, আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন। আদালত কক্ষে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এনজে

আবরার ফাহাদ বাবা রায় সন্তুষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর