Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোল্ডস্টোরেজ মালিকদের আলু বুকিং বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৫:০৭ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৬:২৭

ঢাকা: কোল্ডস্টোরেজ মালিক কর্তৃক আলুর বুকিং বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

রোববার (১৬ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে ক্ষেতমজুর সমিতি কৃষক সংগঠনের আহ্বায়ক আহসানুল আরেফিন তিতু ও সাধারণ সম্পাদক অজিত দাস এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে আলুচাষীদের জন্য অবিলম্বে কোল্ডস্টোরেজ বুকিং ‍উন্মুক্ত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে চার দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হচ্ছে- বুকিং বন্ধের অন্যায় সিদ্ধান্ত বাতিল করে প্রকৃত আলুচাষীদের আলু কোল্ডস্টোরেজে রাখার ব্যবস্থা করা; অবিলম্বে প্রতি কেজি আলুর স্টোর ভাড়া ১.৫০ টাকা নির্ধারণ; ধানের মত আলুরও সরকারি রেট ঘোষণা করে আলুচাষীদের কাছ থেকে আলু কিনে সংরক্ষণ এবং বিদেশে রপ্তানির ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত আলুচাষীদের ক্ষতিপূরণ প্রদান।

বিবৃতিতে বলা হয়, ‘২/৩ মাস আগেও সিন্ডিকেট ব্যবসায়ীরা ৭০/৮০ টাকায় জনগণকে আলু কিনে খেতে বাধ্য করেছে। আলুচাষীরা এবারে পর্যাপ্ত আলু চাষ করেছে। যা দেশের চাহিদা পূরণ করে বিদেশে রফতানি করা যাবে। যা দেশের মানুষকে স্বস্তি দিয়েছে। আলুচাষীরা ঋণ করে সার, বীজ, কীটনাশক কিনে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আলু চাষ করেছে। প্রতিকেজি আলুর উৎপাদনে খরচ পড়েছে প্রায় ২০ টাকা। কিন্তু সেই আলু লাভজনক দামে বিক্রি ও সংরক্ষণের জন্য সরকারের তরফে কোন কার্যকরী উদ্যোগ আমরা দেখতে পাইনি। সরকারের এই অবহেলার সুযোগ নিয়ে কোল্ডস্টোর মালিকরা রাতারাতি প্রতিকেজি আলুর ভাড়া দ্বিগুণ করে ৮ টাকা নির্ধারণ করেছে। এর প্রতিবাদে আলুচাষীরা রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করলেও সরকার আলুচাষীদের পক্ষে দাঁড়ায় নি। ফলে কোল্ডস্টোরেজ মালিক ও ব্যবসায়ীরা মিলে আলুচাষীদেরকে সর্বস্বান্ত করার পরিকল্পনা করেছে। বাজারে আলু এখন ১০ টাকা কেজি। লোকসান কমাতে স্বাভাবিকভাবেই আলুচাষীরা কোল্ডস্টোরে আলু রাখার চেষ্টা করছে। কিন্তু মালিকরা কোল্ডস্টোরে আলুর বুকিং বন্ধের ব্যানার টানিয়ে রেখেছে। এখন যে আলু উঠছে এর প্রায় পুরোটাই বীজ করার উপযোগী। দামও স্বাভাবিকভাবে বেশি হওয়ার কথা। কিন্তু কোল্ডস্টোর মালিক আলুচাষীদের আলু না নিয়ে ব্যবসায়ীদের আলু গভীর রাতে কোল্ডস্টোরে ঢুকাচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/আরএস

আলুচাষী কোল্ডস্টোরেজ মালিক সমিতি বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি