Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৫:১০

পুরাতন শহিদ মিনার প্রাঙ্গণে সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির মানববন্ধন

সুনামগঞ্জ: ‘নারী ও শিশু সহিংসতা বন্ধ করুন, এখনই’-এই স্লোগানে মানববন্ধন করেছে সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক)। রোববার (১৬ মার্চ) দুপুরে পুরাতন শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন হয়।

সনাক সভাপতি নাজনীন বেগমের সভাপতিত্বে ও সহ-সভাপতি খলিল রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সনাক সদস্য পরিমল কান্তি দে, সুখেন্দু সেন, কানিজ সুলতানা, মো. রাজু আহমেদ, ইয়েস দলনেতা ঋতুরাজ তালুকদার রিম্পল, সহ দলনেতা ফোজায়েল আহমদসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের সুনামগঞ্জেও ইতোমধ্যে ধর্ষণের মতো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। নারী ও শিশু প্রতি সহিংসতার বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। সামাজিক আন্দোলন ছাড়া নিজের পরিবার ও সমাজকে রক্ষা করা যাবে না।

সারাবাংলা/এনজে

নারী-শিশু মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর