Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় অগ্নিকাণ্ডে মুদি দোকানির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৬:৩৬

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার দুপচাচিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে আফতাব উদ্দিন (৫০) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। তিনি প্রতিবন্ধী ছিলেন।

শনিবার (১৬ মার্চ) রাতে উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি সখিনার মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে আফতাব উদ্দিনের মুদি দোকানে ঘুমিয়ে ছিলেন। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটলে দোকানি পুড়ে মারা যান।

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মইনুল ইসলাম জানান, মুদি দোকান ছাড়াও একটি কাচাঁমাল রাখার গোডাউন ও চায়ের স্টল পুড়ে যায়। আগুনে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর

অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে মুদি দোকানির মৃত্যু দুপচাঁচিয়া উপজেলা বগুড়া সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর