Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠির সাবেক পিপি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৬:১২ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৬:১৫

সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান রসুল

বরিশাল: তিন মামলায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান রসুলকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৫ মার্চ) সকালে তাকে আদালতে হাজির হলে তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মান্নান রাসুলের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। যার মধ্যে তিনটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিনটি মামলার শুনানি আগামী ১৮ মার্চ ধার্য করেছেন আদালত।

আসামি পক্ষে আদালতে শুনানি করেন আওয়ামী লীগ দলীয় আইনজীবী অ্যাডভোকেট বনি আমিন বাকলাই।

ঝালকাঠি আইনজীবী সমিতিতে হামলা, জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের বাড়িতে হামলার ঘটনায় মামলাসহ ছয়টি মামলার আসামি তিনি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক ছিল আওয়ামী লীগের এই নেতা। আব্দুল মান্নান রসুল ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঝালকাঠিতে পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

আব্দুল মান্নান রসুলের জামিন নামঞ্জুরের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপের সময় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, মান্নান রসুল আইনজীবী হয়েও তিনি আইনজীবীদের উপর হামলা ও ২২ জন আইনজীবীর নামে মিথ্যা মামলা করেছিল। সেই মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। তার পক্ষে আজ যে আইনজীবী শুনানিতে দাড়িয়েছে সে নীতি-নৈতিকতা হারিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

কারাগার পিপি সাবেক

বিজ্ঞাপন

মজাদার সোনালি মিষ্টি
১৬ মার্চ ২০২৫ ১৮:৪৭

আরো

সম্পর্কিত খবর