Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরের আওয়ামী লীগ নেত্রী ঢাকায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৮:২৬

রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও ব্যবসায়ী লিপি খান ভরসা। ছবি: সংগৃহীত

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও ব্যবসায়ী লিপি খান ভরসাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশান থানায় আইনি প্রক্রিয়া শেষে তাকে রংপুরে এনে আদালতে তোলা হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা অস্ত্র নিয়ে তাদের ওপর গুলি চালায়। এতে গুলি লেগে অনেকেই আহত হন। এ ঘটনায় গত বছর ১৩ নভেম্বর মহানগর কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। তিনি এ মামলার এজাহারভুক্ত আসামি।

জানা যায়, এই মামলা থেকে গ্রেফতার এড়াতে ৫ আগস্টের পর আত্মগোপনে ছিলেন লিপি খান। তবে মামলা থেকে নাম বাদ দিয়ে তাকে সুরক্ষা দিতে রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকের মাধ্যমে তার কাছে ১০ লাখ টাকা ঘুষ চান মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মোহাম্মদ শিবলী কায়সার। এ ঘটনায় গত ১১ মার্চ শিবলী কায়সারের বিরুদ্ধে পুলিশ সদর দফতর, মহানগর পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর কাছে লিপি খান লিখিত অভিযোগ করেন।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে লিপি খান ভরসা তার ম্যানেজার পলাশ হাসানকে কোতোয়ালি থানায় পাঠান। এ সময় শিবলী কায়সার মামলার বাদী ম্যানেজার পলাশকে থানার ভেতরেই বেধড়ক পেটান। এক পর্যায়ে তাকে গুলি করতে সহকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন। এ ঘটনায় শনিবার সকালে উপকমিশনার ‘অপরাধ’ থেকে প্রত্যাহার করে ‘ক্রাইম অ্যান্ড অপসে’ সংযুক্ত করা হয়েছিল। পরে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার টপ নিউজ ঢাকা লিপি খান ভরসা