পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার
১৬ মার্চ ২০২৫ ১৭:০১
নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে পুত্রবধূকে (২২) ধর্ষণের অভিযোগে শ্বশুর আহসান উল্যাহকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) সকালে আহসান উল্যাহকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কেটিএম হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, শুক্রবার (১৪ মার্চ) রাতে এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী দুবাই থাকেন। সে সুযোগে দীর্ঘদিন ধরে পুত্রবধূকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন শ্বশুর আহসান উল্যাহ। শুক্রবার রাতে ওই গৃহবধূ তার শয়ন কক্ষে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে কৌশলে দরজা খুলে মুখ চেপে ধরে পুত্রবধূকে ধর্ষণ করে বের হয়ে যান আহসান উল্যাহ।
ঘটনার পরদিন শনিবার (১৫ মার্চ) সকালে গৃহবধূ তার স্বামী,শাশুড়ি ও মাকে এ ঘটনা জানায়। পরে ওই গৃহবধু বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘গৃহবধূ বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে রোববার সকালে শ্বশুর আহসান উল্যাহকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/এসডব্লিউ