‘নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মেনে নেবে না’
১৬ মার্চ ২০২৫ ২১:৫০ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ০০:৪৬
ঢাকা: নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার (১৬ মার্চ) রাজধানীর শান্তিনগরে হোয়াইট হাউজ হোটেলে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক দলের সম্মানে এ ইফতার মাহফিল আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।
নজরুল ইসলাম খান বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সাত মাস অতিক্রান্ত হলেও সরকার জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছেন না। সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষেপণ কোনো অবস্থায় কাম্য নয়। নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মেনে নেবে না।’
সভাপতির বক্তৃতায় ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযাদ্ধা শেখ রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। প্রকাশ্যে দিবালকে চাঁদাবাজি, ছিনতাই, খুন এখন নিত্য-নৈমত্যিক ঘটনা। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ কোনো ক্রমেই সম্ভব নয়।’
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম