Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ২২:৩১ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ০০:৪৬

প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাহিদ ইসলাম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় সৈয়দপুর রোডে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে হরিবল্লভ প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ ইসলাম সদর উপজেলার সোনারায় ধনিপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি গাড়িকে ওভারটেক করার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হন নাহিদ ইসলাম।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো