এখনো নেভেনি টেরিবাজারের কাপড়ের গুদামের আগুন
১৬ মার্চ ২০২৫ ২৩:১০ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ০০:৪৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বৃহত্তম পাইকারী পোশাকের বাজার টেরিবাজারের একটি কাপড়ের গুদামে লাগা আগুন চার ঘণ্টায়ও নেভেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টায়ও ওই গুদাম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা গেছে।
এর আগে, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেরিবাজারের খাজা মার্কেটের দ্বিতীয় তলার ওই কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটে।
ঘটনাস্থলে রাত ১০টায় গিয়ে দেখা যায়, ভবনটির দ্বিতীয় তলা থেকে এখনও আগুনের ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সময় টহলরত সেনাবাহিনীর সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা গেছে।
ফায়ার সার্ভিস, চট্টগ্রামের ডেপুটি সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুলাহ সাংবাদিকদের বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টায় খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে দুটি করে মোট ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও পুরোপুরি নেভেনি। এটা একটি কাপড়ের গোডাউন। দেয়াল ভেঙে আমরা আগুনের সন্ধান করে সেটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’
হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো আহত বা নিহত কোনো কাউকে পাইনি। ঘটনাস্থল আমরা পুরোটা সার্চ করেছি। এখানে গলিটা খুব সরু। তাই গাড়ি সরাসরি আসতে পারেনি। তাই আমাদের একটু বেগ পোহাতে হয়েছে। তবুও আমরা পানির সোর্স খুঁজে সেখানে পাম্প বসিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছি।’
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা এক অপারেটর সারাবাংলাকে বলেন, ‘আগুন রাত নয়টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। এখনও নির্বাপণের মেসেজ পাইনি।’
সারাবাংলা/আইসি/পিটিএম