Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওআইসিভুক্ত ১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে ইসির বৈঠক আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ০৮:১৯ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১১:৪৩

ছবি: সারাবাংলা

ঢাকা: ‎১৯ দেশের মিশন প্রধানের সঙ্গে আজ বৈঠকে বসছেন নাসির উদ্দিন নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৭ মার্চ) সকালে ১৯ দেশের মিশন প্রধানদের একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে নির্বাচন কমিশন।

‎ইতোমধ্যে, এই ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন।

‎চিঠিতে বলা হয়েছে, আগামী ১৭ মার্চ বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপত্বিতে ১৯টি দেশের ঢাকাস্থ মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

যে ১৯ দেশের ঢাকাস্থ মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে সেগুলো হলো- আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

‎এর আগে যুক্তরাজ্য, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেছে ইসি।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

আইনশৃঙ্খলা বৈঠক ওআইসিভুক্ত দেশ নির্বাচন কমিশন (ইসি) বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর