বাংলাদেশ নিয়ে বড় স্বপ্ন আছে: হামজা চৌধুরী
১৭ মার্চ ২০২৫ ১৯:৩১ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২১:৩৩
সিলেট: ফুটবল দুনিয়ার মাঠ কাঁপানো ইউরোপের নন্দিত তারকা খেলোয়াড় সিলেটের গৌরব দেওয়ান হামজা চৌধুরী সুদূর যুক্তরাজ্য থেকে সিলেট অবতরণ করেছেন। হামজা একাধিকবার বাংলাদেশে আসলেও স্ত্রী ও বাচ্চাদের নিয়ে এই প্রথম মাতৃভূমিতে আসা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বাংলাদেশ নিয়ে তার বড় স্বপ্ন আছে।
সোমবার (১৭ মার্চ) ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেইট দিয়ে বের হন হামজা চৌধুরী।
প্রিয় তারকাকে দেখার পরপরই আনন্দের জোয়ার বয়ে যায় ফুটবলপ্রেমীদের মাঝে। ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা, হামজা দ্যা কিং’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এয়ারপোর্ট প্রাঙ্গণ। লাল-সবুজ ফ্লেয়ার স্মোক উড়িয়ে এই তারকা ফুটবলারকে বরণ করে নেয় শত শত সমর্থক। তাদের সঙ্গে একঝলক দেখা করে আবারও টার্মিনালের ভেতর ঢোকেন হামজা। ভিড় ঠেলে পরিবার নিয়ে বের হওয়ার অবস্থা ছিল না এয়ারপোর্টের বাইরে।
বিমানবন্দরে হাজারো ভক্তের ভিড়ের মধ্যেই সাংবাদিকদের হামজা বললেন, ‘দেশে ফিরে ভালো লাগছে, আমি খুব রোমাঞ্চিত। আমার হৃদয় পরিপূর্ণ। (ভারতের বিপক্ষে) ইনশাআল্লাহ আমরা জিতব। সিলেটের আঞ্চলিক ভাষায় হামজা বলেন, ‘আমরা উইন খরমু ইনশাআল্লাহ’ বাংলাদেশকে নিয়ে কোচ হাভিয়েরের সঙ্গে বড় স্বপ্ন আছে আমার। ইনশাআল্লাহ আমরা জিতে উন্নতি করতে পারব।’
সাংবাদিকদের সঙ্গে ২ মিনিট কথা বলার পর আধ ঘণ্টার ভেতরই বিমানবন্দর ছেড়ে নিজ গ্রামের উদ্দেশে রওনা হন হামজা। আজ বাকিটা সময় হবিগঞ্জের স্নানঘাট গ্রামেই কাটাবেন তিনি।
বিমানবন্দরে হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী বলেন, ‘আজ আমার জন্য অত্যন্ত গর্বের দিন। খুব ভালো লাগা কাজ করছে।’
এ সময় সংবাদকর্মী, হামজা চৌধুরীর ভক্ত, পুলিশ প্রশাসনের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা যায়। হামজাকে নিয়ে টিভিতে লাইভ প্রতিযোগিতায় বিমানবন্দর গেইটে অবস্থান নেন সাংবাদিকরা, অন্যদিকে হামজার ভক্ত-সর্মথকরা ফুল নিয়ে অবস্থান করেন। এই দুই দলের ধাক্কাধাক্কিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমসিম খেতে হয়ে পুলিশ বাহিনীকে।
এএফসি এশিয়ান ক্যাপের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ মার্চ শিলংয়ে উদ্দেশে রওনা দেবে হাভিয়ের কাবরেরার দল। সেখানে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ম্যাচ খেলবেন হামজা।
সারাবাংলা/এইচআই
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ফুটবল ফুটবলার সিলেট হামজা চৌধুরী