ঘুষ লেনদেনের সময় টাকাসহ ২ কর্মকর্তা আটক
১৭ মার্চ ২০২৫ ২০:৫২ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২১:১২
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ঘুষ লেনদেনের সময় সরকারি দুই কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ সময় তাদের কাছ থেকে ঘুষের পাঁচ হাজার টাকা জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারজী।
আটকরা হলেন- হরিপুর উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা শেরিকুজ্জামান ও সিনিয়র অডিটর আব্দুল হান্নান।
ঠাকুরগাঁও জেলা দুর্নীতি দমন কমিশন সমম্বিত কার্যালয়ের উপ-পরিচালক আজমির শরীফ মারজী বলেন, আব্দুল হামিদ নামে একজন নৈশ প্রহরী ৫ ফেব্রুয়ারি তার অবসরজনিত পেনশন ভাতার জন্য উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে কাগজপত্র জমা দেন। কিন্ত ওই কার্যালয়ের পক্ষ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি। এক পর্যায়ে হিসাবরক্ষণ অফিসারের কক্ষে দেনদরবারে ২২ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ঘুষের ১৭ হাজার টাকা হাতিয়ে নিলেও কোনো কাজই করেনি তারা। এতে ভুক্তভোগী অভিযোগ করেন। এ ঘটনায় হিসাবরক্ষণ কার্যালয়ে অভিযান করে ঘুষ লেনদেনের ৫ হাজার টাকাসহ তাদের দুইজনকে আটক করা হয়।
সারাবাংলা/এসআর
অডিটর কর্মকর্তা আটক ঘুষ লেনদেনে আটক ঠাকুরগাঁও দুদক হিসাবরক্ষণ কর্মকর্তা