Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে গুজব ও অপপ্রচার নিয়ে যা বলছে শরীয়তপুর আইনজীবী সমিতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২৩:৪১

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

শরীয়তপুর: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি নিয়ে গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সোমাবার (১৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান এ প্রতিবাদ ও নিন্দা জানান।

তারা বলেন, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও আদালতের কর্মচারীদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং আদালত প্রাঙ্গণে স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য যেকোনো অনিয়মের বিরুদ্ধে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি বদ্ধপরিকর। সেজন্য ৬ মার্চ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় একাধিক আলোচ্যসূচির মধ্যে আদালতের কতিপয় কর্মচারীদের অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে গৃহীত সিদ্ধান্তে কর্মচারীদের ঘুষ বা উৎকোচ আদান-প্রদান সংক্রান্ত কার্যকরী কমিটিতে কোনো সিদ্ধান্ত বা রেজুলেশন হয়নি। তবে একটি মহল বিষয়টি ঘোলা করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অতিরঞ্জিত করে উপস্থাপন করেছে, যা আদৌ সত্য নয়।

তারা আরও বলেন, আমরা দুর্নীতি বন্ধ করার জন্যই উদ্যোগ নিয়েছি। আদালতের সঙ্গে আমরা আইনজীবীরাও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে আছি। বিষয়টি নিয়ে জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমাদের কথা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

গুজব শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর