Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বেবিচক কর্মচারীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২৩:৫০

৫ দফা দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজার বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা

কক্সবাজার: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এয়ারপোর্ট এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে ‘অকার্যকর করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে ও ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজার বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরের সামনে এ মানববন্ধন করেন তারা।

এ সময় বক্তারা বেবিচকের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের ওপর জোর দেন এবং এভসেক বিভাগকে দুর্বল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, বেবিচকের এয়ারপোর্ট এভিয়েশন সিকিউরিটি বিভাগ বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিভাগকে দুর্বল বা অকার্যকর করার যেকোনো প্রচেষ্টা জাতীয় বিমান চলাচল নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

সমাবেশ থেকে ৫টি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। বেবিচকের এভসেক বিভাগকে অকার্যকর করার সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে। বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সকল প্রকার কার্যক্রম বন্ধ করতে হবে। ২০১৬ সালে চালুকৃত ইন এয়ার টু সিভিল পাওয়ার নিয়োগের একটি সময়বন্ধ পরিকল্পনা প্রকাশ করতে হবে।

বক্তারা আরও বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে এবং বেবিচকের নিজস্ব জনবল ও সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এভিয়েশন সিকিউরিটি খাতে কোনো অব্যবস্থাপনা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

কক্সবাজার বেবিচক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর