Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮২ এতিম শিশুকে ঈদ উপহার দিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২৩:৫৬

সরকারি শিশু পরিবারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ: সারাদেশে মানবিক ডিসি হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ৮২ এতিম শিশুদের নতুন পায়জামা-পাঞ্জাবি উপহার দিয়েছেন। সোমবার (১৭ মার্চ) জেলার ফতুল্লা থানাধীন মুসলিম নগর বায়তুল আমান সরকারি শিশু পরিবারের গিয়ে তাদের সঙ্গে ইফতারও করেছেন।

অনাথ আশ্রমে বেড়ে ওঠা এই শিশুরা জেলা প্রশাসককে কাছে পেয়ে ক্ষণিকের জন্য হলেও ভুলে গিয়েছিল তাদের মা-বাবা হারানোর বেদনা। জেলার অভিভাবক জাহিদুল ইসলামও শিশুদের সঙ্গে ইফতারের পূর্বে খোশমেজাজে কথা বললেন দীর্ঘক্ষণ। প্রতিটি খাবার টেবিলে ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘এই সমাজে যারা পিছিয়ে পড়েছে, তাদের এগিয়ে নিতে হবে। যদি আমরা তাদের দূরে ঠেলে দিই এবং কাছে না টানি, তাহলে তারা বড় হবে ঠিকই, কিন্তু তাদের প্রকৃত বিকাশ ঘটবে না। যারা এখানে এতিম হিসেবে উপস্থিত আছে, তারা এতিম নয়। তাদের পাশে সুখে-দুঃখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সর্বদা আছে।’

জেলা প্রশাসকের কাছে নিজেদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চার জন্য গিটারসহ কিছু সরঞ্জামের আবদার করেন মং ক্য চিং নামের একজন এতিম। আলমগীর হোসেন নামের আরেজন এতিম শিশু তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানে কয়েকটি ল্যাপটপ দরকার বলে জানায়। জাহিদুল ইসলাম তাদের সবার আবদার ধৈর্য সহকারে শোনেন এবং দ্রুত গিটার ও কিছু ল্যাপটপ প্রদানের আশ্বাস দেন। ডিসি জাহিদুল সবাইকে দুঃখ ভুলে হাসি-খুশি থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলের জন্য দোয়া করা হয় এবং একসঙ্গে ইফতার সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন

মুসলিম নগর বায়তুল আমান সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক ও সমাজসেবা অফিসার মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন, ‘আমাদের শিশুদের সঙ্গে জেলা প্রশাসক মহোদয় শুধু ইফতারই করেন নাই, প্রতিটি শিশুর জন্য ঈদের নতুন পোশাক আগেই পাঠিয়ে দিয়েছিলেন। উপহার পেয়ে শিশুদের মাঝে যেন ঈদের আনন্দ বয়ে গেছে ঈদ আসার আগেই। জেলা প্রশাসকের দেওয়া নতুন পায়জামা পাঞ্জাবি পরেই সবাই ইফতার মাহফিলে উপস্থিত ছিল।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নুর, জেলা সমাজকল্যাণ অফিসার, জেলা তথ্য অফিসার, জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

সারাবাংলা/ইউজে/পিটিএম

ঈদ উপহার জাহিদুল ইসলাম মিঞা জেলা প্রশাসক নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর