Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইথিওপিয়ায় প্রধানমন্ত্রীর জনসভায় গ্রেনেড বিস্ফোরণ


২৩ জুন ২০১৮ ১৯:৩৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের জনসভায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন ৮৩ জন তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরতর।

শনিবার (২৩ জুন) রাজধানী আদ্দিস আবাবার মেস্কেল স্কয়ারে তিনি বক্তৃতা দেওয়ার সময় এ হামলা চালানো হয়।

এরপর প্রধানমন্ত্রী আবি আহমেদকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আবি আহমেদ দেশটির সংখ্যালঘু ‘ওরমো’ সম্প্রদায় থেকে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। ফেব্রুয়ারিতে দেশটির প্রধানমন্ত্রী হেইলেমরিয়াম দেসালেনে পদত্যাগ করলে আবি আহমেদ ক্ষমতায় আসেন। দেশটিতে গত তিন বছর ধরে রক্তক্ষয়ী সরকার বিরোধী আন্দোলন চলছিলো। সংঘর্ষে হাজার হাজার মানুষের মৃত্যু হয়।

প্রধানমন্ত্রী আবি আহমেদ টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, যারা দেশকে বিভক্ত রাখতে চায়, এই হামলা তাদেরই ব্যর্থ প্রচেষ্টা।

সারাবাংলা/এনএইচ

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/

আরও পড়ুন..

ইথিওপিয়ায় জরুরি অবস্থা

আদ্দিস আবাবা ইথিওপিয়া গ্রেনেড হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর