Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় যুদ্ধবিরতিতেও ইসরায়েলের হামলা, নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৫ ০৯:১৪ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৪:৪৪

একের পর এক ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি চলা সত্ত্বেও শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। যুদ্ধবিরতির পরে এটিই সবচেয়ে বড় হামলা। এতে শিশুসহ ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে এ প্রাণঘাতী হামলা চালানো হয়। ইসরায়েল বলছে, হামাস নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে (ইসরায়েলি সামরিক বাহিনী) এবং শিন বেইট গাজা উপত্যকা জুড়ে সন্ত্রাসী সংগঠন হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে আক্রমণ করছে।’

এর আগে বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছিলেন, হামলায় অন্তত পাঁচ শিশু নিহত হয়েছে এবং বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

এদিকে রয়টার্স জনিয়েছে, গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি এবং মধ্য ও দক্ষিণ গাজার দেইর আল-বালাহ, খান ইউনিস ও রাফাহসহ একাধিক স্থানে হামলার খবর পাওয়া গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে।

উল্লেখ্য, ছয় সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে ইসরায়েল প্রবেশ করতে অস্বীকৃতি জানানোর পর ইসরায়েল এবং হামাস মধ্যস্থতামূলক আলোচনা শুরু করেছিল। তবে হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েল গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে।

সারাবাংলা/এসডব্লিউ

ইসরায়েল গাঁজা গাজায় ইসরায়েলি হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর