Thursday 20 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৬:০৪

বগুড়া: প্রেমিকা জয়তারা বেগমকে হত্যার দায়ে বগুড়ায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বগুড়ার সোনাতলা উপজেলার রাখালগাছি গ্রামের মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে হবিবর মন্ডল। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ।

বিজ্ঞাপন

মামলার সূত্রে জানান যায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুরহাট গ্রামের আজিবর রহমানের মেয়ে জয়তারা বেগমের স্বামীর সাথে বিচ্ছেদ হয়। পরে তিনি বাবার বাড়িতে দর্জির কাজ শুরু করেন। এর মধ্যে হবিবর তার ঘরে দুই স্ত্রী থাকার পরেও জয়তারার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ২০২০ সালের ১৭ জানুয়ারি রাতে হবিবর জয়তারা বেগমকে সোনাতলা স্টেশনে ডেকে আনেন। সেখান থেকে তাকে হবিবর তার বাড়িতে নিয়ে যান। সেখানে গেলে দুই স্ত্রীর সাথে জয়তারার ঝগড়া হয়। এক পর্যায়ে হবিবর জয়তারাকে মাঠে ডেকে নিয়ে যান এবং সেখানেও তার সাথে বাকবিতন্ডা হয়। পরে হবিবর জয়তারাকে গলাটিপে হত্যা করে মরদেহ ওই মাঠেই ফেলে রেখে পালিয়ে যান৷

ঘটনার দুইদিন পর পুলিশ জয়তারার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত জয়তারার বড় ভাই দুলু ব্যাপারী মামলা দায়ের করেন। পরে পুলিশ হবিবর রহমানকে গ্রেফতার করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। স্বাক্ষ্য প্রমানে প্রমাণিত হলে দীর্ঘ পাঁচ বছর পর এই মামলার রায় ঘোষণা করলেন আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

কারাদণ্ড যাবজ্জীবন হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর