নীলফামারীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
১৮ মার্চ ২০২৫ ১৮:৫৪
নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ফরহাদ ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নীলফামারী-রংপুর মহাসড়কের পুটিমারী ইউনিয়নের সাদুরার পুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ মন্থনা গ্রামের আনছার আলীর ছেলে ও কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্কুল বন্ধ থাকায় ফরহাদ প্রতিদিনের মতো কিশোরগঞ্জ বাজারে কোচিং করতে যাচ্ছিল। পথে সহপাঠীর সঙ্গে বাইসাইকেলে যাওয়ার পথে পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি পুড়িয়ে দিতে চাইলে কিশোরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, নিহত ফরহাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ট্রাকটি থানায় রাখা হয়েছে।
সারাবাংলা/এইচআই