Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাইল ক্রাফট ও ইয়াং ওয়ানসের শ্রমিকদের বকেয়া ২১ কোটি টাকা পরিশোধের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৯:০৯ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২০:২৪

ঢাকা: মঙ্গলবার (১৮ মার্চ) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কর্তৃক গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডি’র শ্রমিকদের গাড়ি আটকে দিয়ে ঢাকা অভিমুখে যাত্রায় বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

১৪ মাসের বকেয়া ২১ কোটি টাকা পাওনা আদায়ের দাবিতে ওই দুই কারখানার শ্রমিকরা ঢাকায় আসছিলেন।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি ইদ্রিস আলী বলেন, কোনো বাধাই ন্যায্য পাওনার আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না।

এদিকে বাধা প্রদানের প্রতিবাদে জিএমপি কার্যালয়ের সামনের সড়কে, কারখানার সামনে এবং গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারীরা। বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, রমজান আলী, স্টাইল ক্রাফট শ্রমিক কর্মচারী আন্দোলনের নেতা দ্বীন ইসলাম, আমির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বিক্ষোভ প্রশমিত করতে শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠক করে ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন গাজীপুর জেলা প্রশাসক।

শ্রমিক নেতারা বলেন, কারখানার মালিক দীর্ঘদিন যাবত পাওনা না দিয়ে নানাভাবে ক্ষমতা খাটিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়েছেন। সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের উপর হামলা করেছেন। মালিক হুমকি দিতেন, সন্ত্রাসী হামলা চালাতেন। শেখ পরিবারের আত্মীয় হিসেবে তাদের ক্ষমতার অপব্যবহার করতেন। এখনো নাকি একাধিক উপদেষ্টা তার ঘনিষ্ঠজন তাই তিনি পাওনা দেবেন না মর্মে ঘোষণা দিয়েছেন। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি বলেন, কেউ তার কাছ থেকে টাকা আদায় করতে পারবে না। তাই তিনি শ্রমিকদের বকেয়া পাওনা ২০ কোটি ৮৬ লাখ টাকার মধ্যে মাত্র ৭৯ লাখ টাকা দিতে চেষ্টা করবেন বলেন।

বিজ্ঞাপন

শ্রমিক নেতারা সরকার, বিজিএমইএ ও মালিক পক্ষকে উদ্দেশ্য করে আরও বলেন, আইনানুগ পাওনা না দেওয়া মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে এবং শ্রমিকদের আইনানুগ ন্যায্য পাওনা পরিশোধ না করে শ্রমিকদের আন্দোলনে যেতে বাধ্য করা হচ্ছে। এর পরিণতি ভালো হওয়ার কোন সুযোগ নাই।
শ্রমিকদের বাঁচিয়ে রেখে শিল্পে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে অতিসত্ত্বর স্টাইল ক্রাফটসহ সকল শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের জোর দাবি জানান নেতারা। অন্যথায় শ্রমিক কর্মচারীদের সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

সারাবাংলা/এএইচএইচ/আরএস

গাজীপুরের স্টাইল ক্রাফট গার্মেন্টস শ্রমিক