‘সরকারের ভেতর একটি অংশ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে’
১৮ মার্চ ২০২৫ ১৯:১২ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২০:২৪
চট্টগ্রাম ব্যুরো: সরকারের ভেতর একটি অংশ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে নগরীর ৩৮ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডে বন্দর থানা কৃষক দলের উদ্যাগে গরীব-দুঃস্থদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু চৌধুরী বলেন, ‘সংস্কারের নামে কেউ কেউ নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছেন। সরকারের ভেতরে থেকেই একটি অংশ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এ চেষ্টা সফল হলে দেশ আবারও পিছিয়ে যাবে, গণতন্ত্র পিছিয়ে পড়বে। তাই যে কোনো পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখতে হবে। জনগণের ঐক্যই পারে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের পথে কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত করতে।’
তিনি বলেন, ‘গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকবে। কিন্তু গণতন্ত্র ও দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। সবার আগে সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশকে রাখতে হবে।’
বন্দর থানা কৃষক দলের সভাপতি সাইদুর রহমান রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইমরানের সঞ্চালানায় এতে আরও বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ, সাবেক স্থনীয় সরকার সম্পাদক কামাল উদ্দীন, মহানগর কৃষক দলের আহবায়ক মো. আলমগীর ও সদস্য সচিব সাবের আহমদ।
সারাবাংলা/আরডি/এনজে