Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পার্বত্য চট্টগ্রামে হাতি-মানুষের দ্বন্দ্ব কমছে’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২০:১৪

রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দেশের অন্যান্য এলাকায় হাতি ও মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকলেও পার্বত্য চট্টগ্রামে সেই দ্বন্দ্ব কমছে। হাতি সুরক্ষা দল (এলিফ্যান্ট রেসপন্স টিম- ইআরটি) সক্রিয়ভাবে দায়িত্ব পালনের কারণে এ দ্বন্দ্ব কমে এসেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে হাতি সুরক্ষা দলের (ইআরটি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় ডিএফও আরও বলেন, এশিয়ান হাতি খুব কমসংখ্যক টিকে আছে বাংলাদেশে। এরমধ্যে রাঙ্গামাটি জেলায় কিছু হাতি রয়েছে। এই হাতিগুলোকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। ইতোমধ্যে জেলার ভাসান্যাদম, বরুনাছড়ি ও কুরকুটিছড়ি এলাকায় হাতি ও মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসনের জন্য হাতি সুরক্ষা দল গঠন করা হয়েছে। এ সুরক্ষা দলটি সক্রিয়ভাবে কাজ করায় মানুষের জানমালের ক্ষতি হলেও কোনো হাতি এখনো মারা যায়নি।

অনুষ্ঠানে আরও উপস্থিত পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের শিজক রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার, কাচালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সুবলং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, সুবলং পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) পরিদর্শক বোরহান উদ্দীনসহ ইআরটি সদস্য, বন কর্মীরা।

এ সময় দোআ মাহফিলে হাতির আক্রমণে নিহত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা ও হাতি সুরক্ষায় মোনাজাত করা হয়। এতে দুইটি হাতি সুরক্ষা দলের মোট ২৬ সদস্য অংশগ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

এলিফ্যান্ট রেসপন্স টিম রাঙ্গামাটি হাতি হাতি সুরক্ষা দল হাতি-মানুষের দ্বন্দ্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর