Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিএনপির ৩ কমিটি বিলুপ্ত ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২০:১৬ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২১:০৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিএনপির তিন সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবরের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিগুলো বিলুপ্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে মীরসরাই উপজেলা, মীরসরাই পৌরসভা ও একই উপজেলার মধ্যে বারইহারহাট পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়েছে। তিনটিতেই আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চলছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় পুনর্গঠন কমিটির সিদ্ধান্ত মোতাবেক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ১২ মার্চ চট্টগ্রাম নগরীতে বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলনেতা ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের উপস্থিতিতে বিভাগীয় পুনর্গঠন কমিটির সভা হয়েছিল।

কমিটি বিলুপ্তি বিষয়ে জানতে চাইলে গোলাম আকবর খোন্দকার সারাবাংলাকে বলেন, ‘সেখানে সাংগঠনিক কিছু সংকট আছে। আবার বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, তাতেও কিছু সমস্যা তৈরি হয়েছে। এসব বিষয় পুনর্গঠন কমিটির সভায় আলোচিত হয়েছিল। সভার সিদ্ধান্ত মোতাবেক কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।’

জানা গেছে, দুই বছর আগে আহ্বায়ক কমিটিগুলো গঠন করা হলেও অভ্যন্তরীণ কোন্দলের কারণে সেখানে পূর্নাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি। এছাড়া গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সেখানে নেতাকর্মীদের মাধ্যমে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের একাধিক অভিযোগ ওঠে।

সারাবাংলা/আরডি/পিটিএম

চট্টগ্রাম টপ নিউজ বিএনপি বিলুপ্তি ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর