বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্ত্রী মারা গেছেন
১৮ মার্চ ২০২৫ ২০:১৯
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিণী আলিফা আকতার কান্তা ইসলাম মারা গেছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শায়রুল কবির আরও জানান, আলিফা আকতার দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আলিফা আকতারের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।
সারবাংলা/এজেড/পিটিএম
আলিফা আকতার কান্তা ইসলাম টপ নিউজ নজরুল ইসলাম খান বিএনপি মৃত্যু স্ত্রী