Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২০:৪৫ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২৩:৪৩

 

ঢাকা: বাইশ শর্তে গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার।

‎মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে চিঠি দিয়ে অনুমোদনের বিষয়টি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

‎এর আগে, শিক্ষা মন্ত্রণালয় ২২টি শর্তে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়ে সোমবার (১৭ মার্চ) আদেশ জারি করেছে। রাজধানী ঢাকায় হবে বিশ্ববিদ্যালয়টির অবস্থান।

‎‎২২টি শর্তের মধ্যে রয়েছে, সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়কে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০–এর সব বিধান ও শর্ত মেনে চলতে হবে। সেসঙ্গে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীন কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে।

‎উল্লেখ্য, নতুন এ বিশ্ববিদ্যালয়সহ দেশে বর্তমানে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা মোট ১১৬ টি।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/আরএস

গ্রামীণ ইউনিভার্সিটি’র অনুমোদন