Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজার উন্নয়ন ও তদারকিতে উচ্চপর্যায়ের ৪ সদস্যের কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২০:৫৪

পুঁজিবাজার উন্নয়ন ও তদারকিতে উচ্চপর্যায়ের ৪ সদস্যের কমিটি। ছবি কোলাজ: সারাাবাংলা

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) শক্তিশালী করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের চার সদস্যের কমিটি গঠন করেছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এই কমিটি বিএসইসির কার্যক্রম এবং পুঁজিবাজার স্থিতিশীলতা ও উন্নতির জন্য বিভিন্ন সুপারিশ করবে।

মঙ্গলবার (১৮ মার্চ) অর্থমন্ত্রণালয়ের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা এক প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। সদস্য সচিব হিসেবে কাজ করবেন- বিএসইসির কমিশনার অধ্যাপক ফারজানা লালারুখ। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ইন্স্যুরেন্স ও ক্যাপিটাল মার্কেট ডিপার্টমেন্টের একজন অতিরিক্ত সচিবকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই কমিটির উদ্দেশ্য হচ্ছে- বিএসইসির কার্যক্রম শক্তিশালী করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, পুঁজিবাজার শক্তিশালী করণের লক্ষ্যে পুঁজিবাজার উন্নয়ন ও কৌশল প্রণয়ন, বিশেষ করে প্রবাসী বন্ডের আকর্ষণ বৃদ্ধির কার্যক্রম গ্রহণ। এ ছাড়াও কমিটি পুঁজিবাজার নিয়ন্ত্রণ ও তদারকি জোরদার করতে নীতিগত সুপারিশ প্রদান করবেন। অন্যদিকে চার সদস্যবিশিষ্ট কমিটি পুঁজিবাজার বিনিয়োগ আকৃষ্ট এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবেন। পাশাপাশি কমিটি পুঁজিবাজারের তারল্য বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ, করপোরেট গভর্ন্যান্সের মান উন্নয়ন এবং নতুন কোম্পানির তালিকাভুক্তির উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য সুপারিশ করবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৫ মার্চ চেয়ারম্যানসহ তিন কমিশনারকে অবরুদ্ধ করে রাখেন বিএসইসির কর্মকর্তারা। পরদিন বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় ১৬ জনকে আসামি করে মামলা করেন। মামলা ১৬ আসামির মধ্যে একজন পরিচালক গ্রেফতার হয়েছেন। আর একজন নির্বাহী পরিচালক পদত্যাগ করেছেন।

মামলার এজাহারে জানা যায়, বৃহস্পতিবার (৬ মার্চ) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এবং কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে কমিশনের নির্ধারিত সভাকক্ষে সভা চলছিল। এ সময় কিছু কর্মকর্তা-কর্মচারী কমিশনের সভাকক্ষে জোরপূর্বক প্রবেশ করে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন। এর মধ্যে কেউ কেউ কমিশনের মূল ফটকে তালা লাগিয়ে দেন। সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, কমিশনের লিফট বন্ধ করে দেয়। এমনকি বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিয়ে অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে হামলা শুরু করে। কমিশন চেয়ারম্যানের ওপর বারবার আক্রমণ করতে যান তারা।

মামলার এজাহারে আরও বলা হয়, আসামিরা অকথ্য ভাষা ব্যবহার করে ও এসির রিমোট চেয়ারম্যান ও কমিশনারদের লক্ষ্য করে ছুড়ে মারে এবং বিভিন্নভাবে পেশি শক্তির মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করে। একইসঙ্গে তারা কমিশনের চেয়াম্যানের একান্ত সচিব (সরকারের সিনিয়র সহকারী সচিব) মো. জাহাঙ্গীর হোসেনকে লাঞ্চিত করে। আসামিরা কমিশনের সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরের আদেশ প্রত্যাহার করতে বলে। কমিশনের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কারণ দর্শানোর আদেশ প্রত্যাহার করতেও বলে। গঠিত তদন্ত কমিটি রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করার দাবিতে সন্ত্রাসী কায়দায় সরকারি অফিস কক্ষ ভাঙচুর করে ও সরকারি কাজে বাধা দেয়।

সারাবাংলা/জিএস/পিটিএম

৪ সদস্যের কমিটি উন্নয়ন তদারকি পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর